টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ইছাইল গ্রামে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে ৫ শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে অসুস্থ হয়েছেন আরও ৭ শ্রমিক।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত শ্রমিকরা হলেন- চৌকিদার সামাদ মিয়া (৩০), সাজ্জাদ (২০), রুবেল (১৮), আয়নাল (২৫) ও শফিক (১৬)।
এ ঘটনা নিশ্চিত করেছেন মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রবিউল আউয়াল।
তিনি ঘটনাস্থল থেকে জানান, টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি দল মৃতদের লাশ উদ্ধার কাজ করছে। এ ঘটনায় আরও ৭ শ্রমিক অসুস্থ হয়েছেন। তাদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।