নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের খাসখামার গ্রামে বাড়ির পাশে মোস্তাক হোসেন (২৭) নামে এক ধান-চাল ব্যবসায়ী খুন হয়েছেন।
শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মোস্তাক হোসেন খাসখামার গ্রামের মৃত ইনতুল্লার ছেলে। তিনি স্থানীয় ভাবে ধান-চালের ব্যবসা করতেন।
স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে প্রচণ্ড গরমের কারণে মোস্তাক বাড়ি সংলগ্ন নাগর নদীর বাঁধে যান। এ সময় কে বা কারা তাকে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। রাত ১১টার দিকে গলাকাটা লাশ পড়ে থাকতে দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়।
আত্রাই থানার পরিদর্শক (ওসি) আব্দুল লতিফ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে রাত সাড়ে ১১টায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।