খুলনা মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগের এক যৌথ বর্ধিত সভা শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শেখ মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক।
মহানগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর জেড এ মাহমুদ ডন ও জেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক মো. মোতালেব হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তাপস পাল।
বর্ধিত সভায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. মোর্ত্তুজা শেখ, কেন্দ্রীয় সদস্য সৈয়দ নাসির উদ্দিন, মো. শফিকুল ইসলাম শফিক, জাতিয় পরিষদ সদস্য অ্যাডভোকেট মোফাজ্জেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১১ জুলাই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সম্মেলনকে সফল করার জন্য মহানগর ও জেলা কমিটি যৌথভাবে ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত হয়।