চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে খালেদা জিয়ার গাড়িবহর আটকে বিক্ষোভ করেছে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা এরশাদুল্লার সমর্থকরা। এসময় তার বহিষ্কার আদেশ প্রত্যাহারেরও দাবি জানানো হয়।
আকবর শাহ ও লালখান বাজার এলাকায় ত্রাণ বিতরণ শেষে চান্দগাঁও স্বাধীনতা পার্কে ত্রাণ বিতরণে জন্য যাওয়ার পথে শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে বহদ্দারহাটে গাড়ির গতিরোধ করে তারা। এসময় প্রায় আধঘণ্টা খালেদা জিয়ার গাড়িবহর আটকে রাখে।
এসময় কয়েকশ সমর্থক বিক্ষোভ প্রদর্শন করে এরশাদুল্লার বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানায়।
এরপর বিক্ষোভকারীরা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ির গতিরোধ করে। পরে বিরোধীদলীয় নেতার নিরাপত্তা বাহিনী গাড়ি থেকে নেমে বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দেন।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এমকে আনোয়ার ও মোর্শেদ খানের গাড়ি বহরে হামলা করে এরশাদুল্লার সমর্থকরা। এরপর তাকে দল থেকে বহিষ্কার করা হয়।