শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানার নির্মাণ কাজ শেষ হবে। চলতি বছরের এপ্রিল মাসে প্রকল্পটির প্রাথমিক কাজ শুরু হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ে কাজ শেষ করে কারখানাটি দ্রুত উৎপাদনে যেতে পারবে।
শনিবার মন্ত্রী ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানা প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এ সময় সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন, বর্তমান সরকার শিল্পখাতকে ঢেলে সাজাতে দেশে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করছে। এরই ধারাবাহিকতায় ফেঞ্জগঞ্জে এ বৃহত্তম সার কারখানাটি স্থাপিত হচ্ছে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল কমপ্লিট প্লান্ট ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন লিমিটেড’র ওয়ান জিং, লিওজিয়াং নান, সানজিয়া, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার এনামুল কবির, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফর রহমান, শাহজালাল সার কারখানার প্রকল্প পরিচালক কামরুজ্জামান, ব্যবস্থাপক (প্রশাসন) আলমগীর জলিল, জিএম (অর্থ) মিজানুর রহমান, ফেঞ্চুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রসময় চক্রবর্তী, জিএম (টেকনিক্যাল) ইসকান্দর আলী প্রমুখ।