আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘বাংলাদেশে তৃতীয় কোনো ধারা নেই, একটি ধারা আছে, তা হচ্ছে, মুক্তিযুদ্ধের ধারা, মুক্তিযুদ্ধের চেতনার ধারা।’
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সুনামগঞ্জের দিরাই উপজেলার কালনী নদীর উপর সেতুর নির্মাণ কাজের উদ্বোধন শেষে স্থানীয় বালুর মাঠে এলজিইডি আয়োজিত উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে সাম্প্রদায়িক ধারার রাজনীতির সৃষ্টির মাধ্যমে পাকিস্তানি নীতি অনুসরণ করে জিয়া কৃত্রিম ধারা সৃষ্টি করেছেন। জনগণ তা মেনে নেয়নি।’
প্রধান অতিথির মন্ত্রী বলেন, ‘উন্নত বিশ্বের দেশের স্থপতির বিরুদ্ধে কেউ কিছু বলেনা।’
উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ও ইংল্যান্ডের রাণির বিরুদ্ধে দেশগুলোর কেউ কিছু বলে না। তদ্রুপ, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধের কিছু বলা যায়না।’
সেনগুপ্ত বলেন, ‘আওয়ামী লীগ তথা মহাজোট সরকার বিদেশিদের তাবেদারি করেনা। দেশের উন্নয়নে বিশ্বাস করে।‘
তিনি জানান, কালনী সেতু নির্মাণের মধ্য দিয়ে এ অঞ্চলের উন্নয়নের সেতুবন্ধন তৈরি হয়েছে।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার ওলিউর রহমানের সভাপতিত্বে উন্নয়ন সভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুর রহমান, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর কুদ্দুছ, শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান অবনী মোহন দাস, দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলতাব উদ্দিন, দিরাই উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান আরজু প্রমুখ।
প্রসঙ্গত, উপজেলার কালনী নদীর ওপর ২২ কোটি টাকা ব্যয়ে ২১০ মিটার দীর্ঘ এ সেতু নির্মাণ করা হবে।