প্রতিযোগিতার শুরু থেকে এপর্যন্ত হারের স্বাদ নেয়নি বর্তমান চ্যাম্পিয়ন স্পেন ও ইতালি। সবাইকে পেছনে ফেলে অপরাজেয় দুই দল উঠেছে ফাইনালে। রোববার ইতালি না স্পেন উঠবে বিজয়মঞ্চে তা নির্ধারিত হবে ময়দানী লড়াইয়ে।
২০১০ সালের বিশ্বকাপের পর থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা ইতালি দলে প্রাণের সঞ্চার করেছেন কোচ সিজার প্রাণদেল্লি। তার রণকৌশলে ইউরো চ্যাম্পিয়নশিপে দারুণ পারফরমেন্স করছে পিরলোরা। শুরুতে আক্রমণভাগ নিয়ে দুশ্চিন্তা থাকলেও সেমিফাইনালে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন মারিও বালোতেল্লি। তার জোড়া গোলে জার্মানদের বিদায় দিয়ে ফাইনাল নিশ্চিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বালোতেল্লি ছাড়াও কাসানো, পিরলো ও দি নাতালরাও রয়েছেন দারুণ ফর্মে। সবকিছু মিলে প্রতিযোগিতায় জয় পেতে ফেভারিট স্পেন বাধা টপকাতে মরিয়া ইতালি। কিন্তু তাদের সহজে ছেড়ে দেবে না ছোট ছোট পাস ও আচমকা আক্রমণে পটু স্পেন।
সেস ফ্রাব্রিগাস, সার্জিও রামোস ও ইনিয়েস্তাদের নিয়ে গড়া স্পেনের কোচ তাই নির্ভার! তার অধীনে ২০১০ সালে বিশ্বকাপ জেতে ইকার কাসিয়াসরা। বড় মঞ্চে কিভাবে প্রতিপক্ষকে সামাল দিতে হয় বিষয়টি ভালোই জানা আছে তার।