গুণী অভিনেত্রী রোকেয়া প্রাচী সম্প্রতি অভিনয় করেছেন একাত্তরের একজন বীরাঙ্গনা নারীর চরিত্রে। এধরনের একটি চরিত্রে অভিনয় করতে পেরে গর্বিত তিনি।
সোলায়মান জুয়েল রচনা ও পরিচালনায় একক নাটক ‘ভ্রান্ত’-তে রোকেয়া প্রাচীকে বীরাঙ্গনা চরিত্রে দেখা যাবে। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে।
এ নাটকে অভিনয় প্রসঙ্গে রোকেয়া প্রাচী বাংলানিউজকে বলেন, এতে বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করতে পেরে অনেক ভাল লেগেছে। আমরা আমাদের বীরাঙ্গনা মা-বোনদের যোগ্য সম্মান দিতে পারি নি। এরকমই একজন অসহায় বীরাঙ্গনার কাহিনী নাটকটিতে তুলে ধরা হয়েছে।
‘ভ্রান্ত’ নাটকে রোকেয়া প্রাচী ছাড়াও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, টয়া, তারেক মাহমুদ প্রমুখ। এটি প্রযোজনা করেছে রোজমেরি প্রডাকশন। নাটকটি শিগগিরই দেশটিভিতে প্রচার করা হবে।