পার্বতীপুরে ইঞ্জিন লাইনচ্যুত: ট্রেন চলাচল বন্ধ

পার্বতীপুরে ইঞ্জিন লাইনচ্যুত: ট্রেন চলাচল বন্ধ

দিনাজপুরের পার্বতীপুর রেল জংশন স্টেশনে প্রবেশ মুখে লালমনিরহাট থেকে পার্বতীপুরগামী এলআর ৪৬১ আপ লোকাল ট্রেনের ইঞ্জিন আকস্মিকভাবে লাইনচ্যুত হয়ে উল্টে পড়ে।

এতে অল্পের জন্য ওই ট্রেনের পাঁচশতাধিক যাত্রী হতাহতের হাত থেকে রক্ষা পায়।

শুক্রবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এতে পার্বতীপুর থেকে দিনাজপুর, রংপুর-লালমনিরহাট-কুড়িগ্রাম মিটারগেজ সেকশনে আন্তঃনগরসহ সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

পার্বতীপুর স্টেশন মাস্টার আব্দুল জব্বার জানান, সবকিছু ঠিকঠাক থাকার পরও কিভাবে ইঞ্জিনটি উল্টে গেছে তা তাদের বোধগম্য নয়।

দুর্ঘটনার পরপরই যাত্রীবাহী বগিগুলো সরিয়ে নেওয়া হয়েছে। তবে ইঞ্জিনটি উদ্ধারের জন্য লালমনিরহাট থেকে ক্রেন নিয়ে রিলিফ ট্রেন (উদ্ধারকারী গাড়ি) আসছে বলে তিনি জানান।

রাত ৯টার দিকে লাইন ক্লিয়ার করে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে তিনি ধারণা করছেন।

পার্বতীপুরে কর্মরত রেলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ক্ষয়ে যাওয়া স্লিপার এবং লাইনে পর্যাপ্ত পাথর না থাকার কারণেই ইঞ্জিনটি লাইনচ্যুত হয়।

বাংলাদেশ