দফতরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন,“রাজনৈতিক সরকারের বাজেট তো রাজনৈতিকই হবে। কারণ নির্বাচিত সরকারের অনেক প্রতিশ্রুতি থাকে। বাজেট যতো বড় হবে ততো বেশি উন্নয়ন হবে। দেশের মানুষ বেড়েছে, তাই বাজেটের আকারও বাড়বে এটাই স্বাভাবিক।”
বাজেট নিয়ে বিরোধী দলের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে শুক্রবার বিকেল সাড়ে ৫টায় সুনামগঞ্জের ছাতক উপজেলায় এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ছাতকের বটেরখাল নদীর ওপর সিরাজগঞ্জ সেতুর নির্মাণকাজ উদ্বোধন শেষে স্থানীয় আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।
সুরঞ্জিত বলেন, “বাংলাদেশে এখন আর জঙ্গিবাদ নেই। চারদলীয় জোট সরকারের আমলে জঙ্গিবাদের উত্থান ঘটেছিল। বাজারে বাজারে গ্রেনেড ফুটেছিল। এখন আর বাজারে বাজারে গ্রেনেড ফোটে না। দেশ এখন জঙ্গিবাদমুক্ত। সরকার দেশকে দুর্ভিক্ষ, জঙ্গিবাদ ও ধর্মান্ধবাদ মুক্ত করে আলোকিত করেছে।”
মন্ত্রী বলেন, “সুনামগঞ্জ আর নেত্রকোনায় গ্যাস পাওয়া গেছে যার নাম সুনেত্র। এই সুনেত্রয় বাংলাদেশের সবচেয়ে বেশি গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। অচিরেই এ গ্যাস উত্তোলনের ব্যবস্থা করা হবে।”
স্থানীয় আওয়ামী লীগ নেতা আলতাবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুর রহমান, আওয়ামী লীগ নেতা শামীম আহমেদ, ইউপি চেয়ারম্যান মুর্শেদ চৌধুরী, আজিজুল ইসলাম আজিজ প্রমুখ।
প্রসঙ্গত, উপজেলার বটেরখাল নদীর ওপর ৬ কোটি টাকা ব্যয়ে ১২৫ মিটার দীর্ঘ এ সেতু নির্মাণ হবে।