‘বিএনপিই মিয়ানমারের সঙ্গে যুদ্ধাবস্থা তৈরি করেছিল’

‘বিএনপিই মিয়ানমারের সঙ্গে যুদ্ধাবস্থা তৈরি করেছিল’

সমুদ্রসীমা নির্ধারণের আগে চারদলীয় জোট সরকার আমলে সাগরে গ্যাস ব্লক ইজারা দিয়ে মিয়ানমারকে উস্কানি দেওয়া হয়েছিল বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

তিনি বৃহস্পতিবার সংসদে বলেন, বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের ‘আগ্রাসী ও অসৎ প্রতিবেশীস্বরূপ’ আচরণের জন্য বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের যুদ্ধাবস্থা সৃষ্টি হয়েছিল।

বাজেট আলোচনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মঞ্জুরি দাবির ছাঁটাই প্রস্তাব নিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিমের বক্তব্যের জবাব দিতে দাঁড়িয়ে মন্ত্রী এ কথা বলেন।

উপদেষ্টাদের সমালোচনাকারী বিএনপির সাবেক সংসদ সদস্য আজিমেরও সমালোচনা করেন দীপু মনি।

ফজলুল আজিম বলেন, “আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভালো মানুষ, তবে শুধু বিদেশে যেতে পছন্দ করেন। উনি ভারতকে সব উজাড় করে দিয়ে দিচ্ছেন। সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ মারা হচ্ছে।

“সমুদ্র জয় নিয়ে আমরা আনন্দিত। কিন্তু গ্যাস ব্লক নিয়ে ভারত আর মিয়ানমারের সঙ্গে আমাদের ঝগড়া আছে। কয়টি ব্লক উনি পেলেন, তা তো বললেন না।”

দীপু মনি বলেন, “কার বাড়ি আর কে দেয় ব্লক বরাদ্দ? আমরা আমাদের ভূখণ্ড থেকে দু’শ নটিক্যাল মাইলের মধ্যে ব্লক নির্ধারণ করতে পারি।

“কিন্তু, মিয়ানমার থেকে ৩০ নটিক্যাল মাইল দূরে ব্লক ইজারা দেওয়ার মতো আগ্রাসী ও অসৎ প্রতিবেশী স্বরূপ আচরণ আর হতে পারে না। এর জন্য, তখন মিয়ানমার সঙ্গে যুদ্ধাবস্থা সৃষ্টি হয়েছিল।”

এর আগে ফজলুল আজিম প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের সমালোচনা করে বলেন, “মন্ত্রীর ওপর সুপার মন্ত্রী হিসেবে উপদেষ্টারা থাকবেন, এর কোনো বিধান নেই।”

এই প্রসঙ্গে বিএনপি আমলের জ্বালানি বিষয়ক উপদেষ্টা মাহমুদুর রহমানের দিকে ইঙ্গিত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “উত্তরা ষড়যন্ত্রের নায়ক, বলা নেই কওয়া নেই, হটাৎ করে ব্লক দিয়ে দিলেন। এজন্য দুঃখ ও ক্ষমা চাওয়া উচিৎ।”

আজিমের বক্তব্যের জবাবে দীপু মনি আরো বলেন, “আমরা ভারতকে কী দিয়েছি- যদি বলতেন, তা হলে ভালো হত। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব বিনিময় করছি। ভারতে আমাদের রপ্তানি তিনগুণ বেড়েছে।”

টিপাইমুখ প্রকল্প নিয়ে যৌথসমীক্ষা হবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশের জন্য ক্ষতিকর হয়, শেখ হাসিনার সরকার থাকতে তা কোনোদিন হতে দেব না।”

ভারত সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান দীপু মনি।

বাংলাদেশ