এ বাজেট মাইলফলক : যুক্তরাষ্ট্র আ’লীগ

২০১২-২০১৩ অর্থ বছরের বাজেটকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে উত্তম হিসেবে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র আ’লীগ, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদ, নিউইয়র্ক মহানগর আ’লীগ, যুক্তরাষ্ট্র যুবলীগ, শ্রমিক লীগ ও  প্রবাসী আওয়ামী পরিবার ।

এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এটি হচ্ছে বাংলাদেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে মাইলফলক। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি খাতে ৫৫ হাজার কোটি টাকা বরাদ্দের মাধ্যমে বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে মহাজোট সরকারের আন্তরিকতার প্রতিফলন ঘটেছে।

বিবৃতি দিয়েছেন- যুক্তরাষ্ট্র আ’লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ। তারা সময়োপযোগী এ বাজেট পাশের জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

নিউইয়র্ক মহানগর আ’লীগের সভাপতি কমান্ডার নূরনবী এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাকারিয়া চৌধুরী বলেছেন, দুঃস্থ মুক্তিযোদ্ধা এবং প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষদের কল্যাণে নানা কর্মসূচি রয়েছে এ বাজেটে। এর ফলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে।

বিবৃতিদাতাদের মধ্যে আরো রয়েছেন-  যুবলীগ সভাপতি মিসবাহ আহমেদ, সেক্রেটারি ফরিদ আলম, শ্রমিক লীগ সভাপতি শামসুল আলম এবং সেক্রেটারি কাজী আজিজুল হক খোকন, যুক্তরাষ্ট্র আ’লীগের সহ-সভাপতি আকতার হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, প্রচার সম্পাদক হাজী এনাম প্রমুখ।

রাজনীতি