আ’লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন তত্ত্বাবধায়ক ইস্যুকে কেন্দ্র করে বিএনপি মানুষের মাঝে সংশয় ছড়াচ্ছে। তারা মানুষকে বিভ্রান্ত করছে। তাদের এই চক্রান্ত বাস্তবায়ন করতে দেওয়া হবে না।
শুক্রবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইন্সটিটিউটের কনফারেন্স রুমে শহীদ জননী জাহানারা ইমামের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘যুদ্ধাপরাধীদের বিচারে কোনো আপস নাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিরোধীদল গণতন্ত্রের চর্চাকে ব্যাহত করার প্রয়াসে লিপ্ত। এজন্য তারা যুদ্ধাপরাধীদের বিচার বন্ধেও সোচ্চার। তারা কোনোভাবেই যুদ্ধাপরাধীদের বিচার চায় না। কিন্তু আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচার করবেই। নির্বাচনের আগে মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি ছিল আমরা যুদ্ধাপরাধীদের বিচার করবো। আমরা সে প্রতিশ্রুতির বাস্তবায়ন করবো।’
বঙ্গবন্ধু একাডেমির সহ-সভাপতি ফাতেমা জাহান সাথীর সভাপতিত্বে আলোচনা সভায় আইনজীবী ব্যরিস্টার আমিরুল ইসলাম বলেন, ‘স্বাধীনতার ৪০ বছর পরে এখনো আমরা যুদ্ধ চালিয়ে যাচ্ছি। আমাদের এ যুদ্ধ জঙ্গীবাদ, মৌলবাদ আর সকল সন্ত্রাসবাদের বিরুদ্ধে।যতদিন এদেশ থেকে এসকল উগ্রবাদীদের দূর করা যাবে না, ততোদিন পর্যন্ত যুদ্ধ চলমান থাকবে।’
সভায় মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র অভিনেতা হাসান ইমাম গণমাধ্যমের সমালোচনা করে বলেন, ‘গণমাধ্যম আওয়ামী লীগের সঠিক সমালোচনা করে না। তারা সঠিক সমালোচনা তুলে ধরলে আগামীতেও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। এতে কোনো সন্দেহ নেই।’
তিনি বলেন, ‘সবাই শুধু নেগেটিভ কথা বড় করে তুলে ধরে। বিদ্যুৎ নিয়ে এতো কথা হচ্ছে। গত সাতদিন যে লোডশেডিং হয়নি সে কথাতো কারো মুখ থেকে বের হয়নি। পজেটিভ কথাও তো বলা উচিত।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম বলেন, ‘জাতি যুদ্ধাপরাধীদের বিচার চায়। তবে বিচারের এ দাবিকে আরো ত্বরান্বিত করতে হবে। সেজন্য প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।’
সভায় অন্যান্যদের মাঝে আলোচনা করেন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য ড. আব্দুল মান্নান চৌধুরী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পল্টু, কৃষকলীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
আলোচকরা শহীদ জননী জাহানারা ইমামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং তার আদর্শ বাস্তবায়নের জন্য আহ্বান জানান।