বর্ষায় জনগণকে দুর্ভোগ থেকে রেহাই দিতে আগেভাগে বিভিন্ন মহাসড়কে ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
ছুটির দিনে বিভিন্ন সড়ক পরিদর্শনের অংশ হিসেবে শুক্রবার সকালে তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেইনে উন্নীত করার প্রকল্প পরিদর্শনে যান।
বেলা ১১টার দিকে গাজীপুর সদরের ভোগড়া বাইপাস সংলগ্ন মোগরখাল, শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় মহাসড়কের অবস্থা ঘুরে দেখে তিনি সাংবাদিকদের বলেন, “বর্ষায় জনগণকে যাতে দুর্ভোগ পোহাতে না হয় সেজন্য আগেভাগেই বিভিন্ন মহাসড়ক পরিদর্শন করছি।”
মহাসড়কের গাজীপুর অংশ পরিদর্শনের সময় কর্তব্যে অবহেলার অভিযোগে দুই প্রকৌশলীকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন মন্ত্রী। সন্তোষজনক জবাব না পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও নির্দেশ দেন তিনি।
এ দুই কর্মকর্তা হলেন- সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাবুদ্দিন আহমেদ ও গাজীপুর জেলায় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত।
বর্ষায় যানবাহন চলাচলে জনসাধারণের যাতে কোনো দুর্ভোগ না হয় সেদিকে খেয়াল রেখে রাস্তার কাজ চালিয়ে নিতে মন্ত্রী সংশ্লিষ্টদের অনুরোধ করেন।
প্রকল্প পরিচালক মো. ফিরোজ ইকবাল এ সময় মন্ত্রীকে জানান, সড়ক চার লেইনে উন্নীত করার এ প্রকল্পের কাজ ২০১৩ সালের অক্টোবর নাগাদ শেষ হবে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের অংশের প্রথম প্যাকেজের টেন্ডার কাজ আদালতের নির্দেশে বন্ধ থাকার প্রসঙ্গ টেনে কাদের সাংবাদিকদের বলেন, “আরবিট্রেশনে বিলম্ব হলে কোর্টের অনুমতি নিয়ে টেন্ডার কার্যক্রম শুরু করা হবে।”
তবে জুলাইয়ের শুরুতেই আদালতে এ সংক্রান্ত জটিলতার ফয়সালা হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেইনে উন্নীতকরণ প্রকল্পের ময়মনসিংহ অংশে কাজ দেখেন যোগাযোগ মন্ত্রী। এ অংশের অগ্রগতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন।
সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্কর, গাজীপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হাবিবুর রহমান, ফোর লেইন প্রকল্পের পরিচালক মো. ফিরোজ ইকবাল, অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. হাফিজুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক মো. সাব্বির হোসেন, ঢাকা জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাবুদ্দিন আহমেদ পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন।
দুর্ঘটনায় সাংবাদিক আহত
যোগাযোগমন্ত্রীর মহাসড়ক পরিদর্শনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দৈনিক সমকালের শ্রীপুর প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন।
সামনে থাকা এটিএন নিউজের একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী মিলন সংজ্ঞা হারান। তাকে আহত অবস্থায় স্থানীয় আল-হেরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।