পদ্মা সেতু নিয়ে আরেক ধাপ এগোলো মালয়শিয়া

পদ্মা সেতু নিয়ে আরেক ধাপ এগোলো মালয়শিয়া

পদ্মা সেতু নির্মাণে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে খসড়া প্রস্তাব সরকারকে দিয়েছে মালয়শিয়া।

দুর্নীতির অভিযোগে বিশ্ব ব্যাংকের অর্থায়ন স্থগিতে ঝুলে থাকা এই প্রকল্প বাস্তবায়নে সংস্থাটির সঙ্গে জটিলতার অবসানে সরকারের মন্ত্রীদের আশাবাদের মধ্যে মালয়শিয়া বৃহস্পতিবার এই প্রস্তাব দিল।

যোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়শিয়া সরকারের দক্ষিণ এশিয়ার অবকাঠামো বিষয়ক বিশেষ দূত সামি ভেলু সেতু ভবনে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের হাতে তাদের প্রস্তাব তুলে দেন।

মালয়শিয়ার প্রস্তাবের বিষয়ে মন্ত্রী বলেন, “খসড়া প্রস্তাবটি যাচাই-বাছাই করার পর প্রথমে আমরা নিজেদের মধ্যে প্রস্তাবের বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করব, তারপর মালয়শিয়ার সঙ্গে আলোচনা করব।”

মালয়শিয়ার প্রস্তাবটি গ্রহণের ক্ষেত্রে এবং আলোচনায় জাতীয় স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ এবং জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে, বলেন কাদের।

গত বছর বিশ্ব ব্যাংকের অর্থায়ন স্থগিত করলে পদ্মা প্রকল্পের কাজ আটকে যায়। এর মধ্যেই মালয়শিয়ার বাংলাদেশের সর্ববৃহৎ এই নির্মাণ প্রকল্প নিয়ে আগ্রহ দেখায়।

গত ১০ এপ্রিল কুয়ালালামপুরে মালয়শিয়ার সঙ্গে পদ্মা সেতুতে অর্থায়নের বিষয়ে বাংলাদেশ সরকার একটি সমঝোতা স্মারক সই করে।

গত ২৮ মে সামি ভেলুর নেতৃত্বে এক প্রতিনিধিদল যোগাযোগমন্ত্রীর কাছে অর্থায়নের বিষয়ে ধারণা-প্রস্তাব দেয়।

মালয়শিয়ার সঙ্গে আলোচনা এগোলেও বিশ্ব ব্যাংকের সঙ্গে জটিলতা কাটার আশা রয়েছে সরকারের।

এই বিষয়ে কাদের বলেন, “অর্থ মন্ত্রণালয় বিষয়টির সম্মানজনক সমাধানের চেষ্টা করছে।”

“মালয়শিয়া সরকারের সঙ্গে সমঝোতার পর চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের আগ পর্যন্ত বিকল্প পথ খোলা রয়েছে। এখনো সমঝোতার দরজা বন্ধ হয়নি,” বলেন তিনি।

তবে মন্ত্রী একইসঙ্গে বলেন, মালয়শিয়ার প্রস্তাবে জাতীয় স্বার্থ অক্ষুন্ন রেখে সমঝোতায় পৌঁছানো গেলে অনতিবিলম্বে একটি চুক্তিতে উপনীত হওয়া সম্ভব হবে।

এরপর কয়েকমাসের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে গ্রাউন্ড-ব্রেকিং অনুষ্ঠান করার আশাও প্রকাশ করেন তিনি।

অর্থ বাণিজ্য