স্থানীয় বিনিয়োগ প্রকল্পের ৩২ শতাংশই বাস্তবায়িত হয় না

স্থানীয় বিনিয়োগ প্রকল্পের ৩২ শতাংশই বাস্তবায়িত হয় না

শুধু প্রকল্প নিবন্ধন করেই দায়মুক্ত বিনিয়োগ বোর্ড। প্রতিবছর যেসব স্থানীয় প্রকল্প বিনিয়োগ বোর্ডে নিবন্ধিত হয়, সেগুলোর প্রকৃত বাস্তবায়ন সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান বোর্ডের কাছে নেই।

বিনিয়োগ বোর্ডের নমুনা জরিপ অনুযায়ী, নিবন্ধিত স্থানীয় প্রস্তাবগুলোর প্রায় ৬৮ শতাংশ বাস্তবায়িত হয়েছে বা বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে রয়েছে। অর্থাৎ বিনিয়োগ বোর্ডে নিবন্ধিত বিনিয়োগ প্রকল্পের ৩২ শতাংশই বাস্তবায়িত হয় না।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত ‘বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১২’ থেকে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২০১০-১১ অর্থবছরে মোট ১ হাজার ৭৪৬টি স্থানীয় প্রকল্প বিনিয়োগ বোর্ডে নিবন্ধিত হয়েছে। আর এর বিপরীতে মোট বিনিয়োগের প্রস্তাব ছিল ৫৫ হাজার ৩৬৯ কোটি টাকা। এদিকে বিদায়ী অর্থবছরের (২০১১-১২) প্রথম নয় মাসে (জুলাই ’১১-মার্চ ’১২) মোট স্থানীয় প্রকল্প নিবন্ধিত হয়েছে ১ হাজার ২৭৭টি। আর এর বিপরীতে মোট বিনিয়োগের প্রস্তাব হচ্ছে ৩৯ হাজার ১৬৭ কোটি টাকা।

বিদায়ী অর্থবছরে যেসব স্থানীয় প্রকল্প নিবন্ধিত হয়েছে এর মধ্যে শীর্ষে রয়েছে টেক্সটাইল খাত। এর পরে রয়েছে কেমিক্যাল, কৃষিভিত্তিক শিল্প, প্রকৌশল ও সেবা খাত। এগুলোর মধ্যে টেক্সটাইল খাতে ৭ হাজার ৬৫১ কোটি টাকা, কেমিক্যাল খাতে ৬ হাজার ৬৪৮ কোটি ৫১ লাখ টাকা, কৃষিভিত্তিক শিল্প খাতে ৫ হাজার ১০ কোটি টাকা, প্রকৌশল খাতে ৩ হাজার ৯৬০ কোটি টাকা এবং সেবা খাতে প্রায় ২ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব রয়েছে।

অন্যান্যের মধ্যে খাদ্য ও খাদ্যজাত খাতে ৬৬৮ কোটি ৫৬ লাখ টাকা, মুদ্রণ ও প্রকাশনা শিল্প খাতে ২৭৩ কোটি টাকা, ট্যানারি ও চামড়া শিল্প খাতে ৮৩ কোটি টাকা এবং গ্লাস ও সিরামিক খাতে প্রায় ৬৯ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব নিবন্ধিত হয়েছে।

অর্থ বাণিজ্য