করোনা পরিস্থিতিতে দীর্ঘ দিন কাউন্টার থেকে ট্রেন টিকিট বিক্রি বন্ধ থাকার পর আজ থেকে আবারও বিক্রি শুরু করেছে রেল কর্তৃপক্ষ। সকাল ৮টা থেকে ঢাকাসহ সারাদেশে এই কার্যক্রম শুরু হয়।
করোনা পরিস্থিতিতে প্রায় সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর কাউন্টারে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। তবে আজ কাউন্টার থেকে টিকিট বিক্রির প্রথম দিনেই ভোগান্তিতে পড়েছেন টিকিট প্রত্যাশিরা। কারণ, যাত্রীরা আজ কালের টিকিটের চাহিদা করলেও দেয়া হচ্ছে ২১ সেপ্টেম্বরের টিকিট।
কর্তৃপক্ষ বলছেন, অনলাইনে আগেই ২০ সেপ্টেম্বর পর্যন্ত সব টিকিট বিক্রি হয়ে গেছে। তাই আগামী ২১ তারিখ পর্যন্ত শুধুমাত্র এই একদিনের টিকিটই দেয়া হবে। বর্তমান নিয়মে ট্রেনের ৫০ শতাংশ আসনের টিকিট কাউন্টার থেকে বিক্রি হবে। বাকি অর্ধেক মোবাইল অ্যাপ, অনলাইন ও মোবাইলে কাটা যাবে।