ইউরোজোনের উদ্ধার তহবিল থেকে সঙ্কটাপন্ন রাষ্ট্রের ব্যাংকগুলোকে সরাসরি অর্থ সহায়তা দিতে ঐকমত্যে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। সরকারি সংশ্লিষ্টতার পরিবর্তে সরাসরি ব্যাংকগুলোকেই এ অর্থ দেওয়া হবে।
এছাড়া ইউরোজোনে প্রবৃদ্ধি উৎসাহিত করতে এবং কর্মসংস্থান সৃষ্টিতে ১২ হাজার কোটি ইউরোর একটি প্রণোদনা প্যাকেজ চালুর ব্যাপারে একমত হয়েছেন ইইউ নেতারা।
গত বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ১৩ ঘণ্টার দীর্ঘ বৈঠক শেষে এ সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে যত দ্রুত সম্ভব ব্যাংকগুলোকে অর্থ সহায়তা দেওয়ার জন্য একটি তত্ত্বাবধায়ক দল গঠনের কথা জানান ইইউ প্রধান হারমান ভন রম্পুই।
তিনি জানান, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ঋণদান ক্ষমতা ৬ হাজার কোটি ইউরোতে উন্নীত করার লক্ষ্যে এক হাজার কোটি ইউরো মূলধন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ৬ হাজার কোটি ইউরোর অবকাঠামো তহবিলের অব্যবহৃত অর্থ ক্ষুদ্র উদ্যোগ এবং বেকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে ব্যবহার করা হবে।
সেই সঙ্গে ৪শ’ ৫০ কোটি ইউরোর বোন্ড জ্বালানি, পরিবহন এবং ব্রন্ডবেন্ড অবকাঠামো উন্নয়নে ব্যবহার করার একটি প্রাক-প্রকল্প হাতে নেওয়ার ব্যাপারে ইইউ নেতারা একমত হয়েছেন।
সঙ্কটাপন্ন প্রতিটি দেশে ঋণ প্রদানের ব্যাপারটি কেন্দ্রীয়ভাবে ইউরোজোন কর্তৃক নিয়ন্ত্রণ করা হবে। এজন্য কেন্দ্রীয়ভাবে ইউরোবন্ড ইস্যু করা হবে।
আগামী ৯ জুলাই থেকে পরিকল্পনা বাস্তবায়ন শুরু করা হবে বলে জানিয়েছে ইইউ কর্তৃপক্ষ।
এর মাধ্যমে সরকার এবং ব্যাংকের মধ্যে বিদ্যমান দুষ্টচক্র ভাঙা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন রম্পুই।
ইতালি ও স্পেনের চাপের মুখে জার্মানি সমঝোতায় আসার ফলে ইইউ এত দ্রুত উদ্ধার পরিকল্পনা বাস্তবায়নের পথে এগুচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা। দেশ দু’টির প্রতি নবনির্বাচিত ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সমর্থনও এ সিদ্ধান্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
প্রসঙ্গত, গৃহীত ঋণের উপর সুদের হার কমানোর দাবি জানিয়েছে ইটালি এবং স্পেন। কারণ, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে অচিরেই তাদেরকে আন্তর্জাতিক বাজার থেকে পাট গুটিয়ে নিতে হবে এমন আশঙ্কায় ভুগছিল তারা।
এদিকে গত বুধবারও জার্মানির পার্লামেন্টে ইউরোবন্ড পদ্ধতিকে একটি ভুল পদ্ধতি এবং উৎপাদন বিমুখ বলে অভিহিত করেছেন অ্যাঙ্গেলা মেরকেল।
তবে ইউরোজোনে চলমান অর্থনৈতিক সঙ্কটের ওপর এখনো নিয়ন্ত্রণ বজায় আছে বলে মন্তব্য করেছেন তিনি।
উল্লেখ্য, ব্রাসেলসের বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রণালয়ের আদলে ইউরোপিয়ান ট্রেজারি গঠনের ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউরোজোনভূক্ত দেশগুলোর জাতীয় বাজেটের ওপর এ ট্রেজারি কর্তৃত্ব করতে করতে পারবে।