হাক্কানি নেটওয়ার্ককে সন্ত্রাসবাদী ঘোষণা করতে মার্কিন কংগ্রেসে বিল

হাক্কানি নেটওয়ার্ককে সন্ত্রাসবাদী ঘোষণা করতে মার্কিন কংগ্রেসে বিল

আল কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত পাকিস্তান ও আফগানিস্তান ভিত্তিক হাক্কানি নেটওয়ার্ককে বিপজ্জনক সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করতে মার্কিন কংগ্রেসে একটি বিল উত্থাপিত হয়েছে। যুক্তরাষ্টের কংগ্রেসে বিলটি উত্থাপনের সময় এই নেটওয়ার্ককে আফগানিস্তানে মোতায়েন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর জন্য ভয়ঙ্কর বিপজ্জনক বলে উল্লেখ করেন মার্কিন আইনপ্রণেতারা।

পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে বৃহস্পতিবার এ বিলটি উত্থাপন করা হয় বলে জানায় যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম।

কংগ্রেসে হাউস ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান মাইক রজার্স, হাউজ আর্মড সার্ভিস কমিটির চেয়ারম্যান বাক ম্যাককেয়ন এবং ফরেইন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান ইলিয়েনা লেথিনিন এ বিলটি উত্থাপন করেন।

বিলটি কংগ্রেসে উত্থাপনের সময় মাইক রজার্স বলেন, ‘দু’কক্ষ বিশিষ্ট কংগ্রেসের উভয় কক্ষের রিপাবলিকান ও ডেমোক্র্যাটস প্রতিনিধিরা হাক্কানি নেটওয়ার্ককে বিপজ্জনক এবং যুক্তরাষ্ট্রের স্বার্থের প্রতি মারাত্মক হুমকি হিসেবে একমত পোষণ করেছেন। তিনি বলেন, ‘আমাদের শত শত সেনা এবং অগণিত নিরপরাধ আফগান নারী, পুরুষ ও শিশু তাদের আক্রমণে মারা গেছে।’

এ প্রসঙ্গে বিলটি উত্থাপনকারী আইনপ্রণেতারা এক বিবৃতিতে জানায় , ২০১১ সালের জুন মাসে কাবুলের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হামলার জন্য ৮ সশস্ত্র হাক্কানি সদস্য এবং আত্মঘাতী বোমা হামলাকারীই দায়ী। ওই হামলায় ১৮ জনের প্রাণহানি ঘটেছিলো।

এছাড়া আফগানিস্তানের ওয়ারদাক প্রদেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ট্রাক বোমা হামলা চালিয়ে ৫ আফগান নাগরিককে হত্যা ও ৭৭ জন মার্কিন সেনাকে আহত করার পেছনে হাক্কানি নেটওয়ার্ক দায়ী বলে দাবি করেছে আইনপ্রণেতাদের এই দলটি। পাশাপাশি ২০১১ সালের সেপ্টেম্বরে কাবুলস্থ মার্কিন দূতাবাসে হামলা চালানোর জন্যও হাক্কানি নেটওয়ার্কই দায়ী বলে বিবৃতিতে উল্লেখ করেন তারা।

আন্তর্জাতিক