ফাইনালে পাকিস্তানের সঙ্গী ভারত

ফাইনালে পাকিস্তানের সঙ্গী ভারত

এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে উন্মুক্ত চাঁদের শতকে তারা ৬ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে।

শ্রীলঙ্কা ইনিংস: ২৪৪/৭ (ওভার ৫০)
ভারত ইনিংস: ২৪৭/৪ (ওভার ৪৭.১)
ফল: ভারত ৬ উইকেটে জয়ী

কিনরারা একাডেমি ওভালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। নির্ধারিত ওভারে সান্দুন ভীরাকুদির ৭৩, নিরোশান ডিকভেলার ৬৬ ও পাবাসারার ৪৫ রানের সুবাদে সাত উইকেটে ২৪৪ রান করে তারা। দুটি করে উইকেট নেন অপরাজিত ও হারমিত সিং।

জবাবে চার উইকেট হারিয়েই গন্তেব্যে পৌঁছায় ভারত। তখনো বাকি ছিলো ১৭ বল। অধিনায়ক উন্মুক্ত চাঁদ ১১৬ ও বিজয় জোল ৫৪ রান করেন। দুর্দান্ত হাঁকানোর জন্য ম্যাচ সেরা হিসেবে উন্মুক্তকেই বেছে নেন বিচারকরা। এ জয়ে ১ জুলাই ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত।

খেলাধূলা