হাঁটুর দীর্ঘমেয়াদী চোটের জন্য সীমিত ওভারের খেলায় আরও বেশি মনোযোগী হতে গত বছর টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন পেসার লাসিথ মালিঙ্গা। কিন্তু শ্রীলঙ্কার ফাস্ট বোলিং কোচ চম্পাকা রামানায়েকের মতে, যদি ফিটনেস লেভেল সন্তোষজনক অবস্থায় থাকে তবে টেস্টে ফিরতে পারে মালিঙ্গা।
শুধু টেস্টকে বিদায় বলে দেওয়ায় মালিঙ্গার ওপর ক্ষুব্ধ চম্পাকা। এ বিষয়ে তার ভাষ্য, ‘হাঁটুর চোটের জন্য শুধু টেস্ট থেকে অবসর নেওয়া ঠিক নয়; সবধরণের ক্রিকেট থেকে সরে দাঁড়ানো উচিৎ মালিঙ্গার। আমার মনে হয়, নিজেকে ফিট মনে করলে অবশ্যই টেস্টে ফিরতে পারে সে।’
পেস বোলারদের চোট নিয়ে সম্প্রতি দারুণ সমস্যায় রয়েছে শ্রীলঙ্কা। তাই দলের প্রয়োজনে মালিঙ্গাকে টেস্টে ফেরার পরামর্শ দিয়েছেন চম্পাকা। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরুর আগে চোটাক্রান্ত হয়ে ছিটকে পড়েছেন ফাস্ট বোলার চানক্য ওলেগেদেরা ও সুরঙ্গা লাকমাল। এছাড়া চোট সমস্যায় রয়েছেন আরেক বোলার শামিন্দা রঙ্গা।