বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নগরীতে যানজট

ঢাকা মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে নয়া পল্টন ও আপেপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

আটক নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিকাল সোয়া ৪টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হয়।

এর আগে বিকাল ৩টা থেকে নগরীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেন। ফলে নয়া পল্টন ছাড়াও ফকিরাপুল, বিজয়নগর, শান্তিনগর, পল্টন, আরামবাগ, টয়েনবি সার্কুলার রোড, রাজারবাগ পুলিশ লাইন সড়ক, কাকরাইল, মালিবাগ, মৌচাক এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে বাস, মিনিবাস, টেম্পু, প্রাইভেটকারের হাজার হাজার যাত্রীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সাধারণত কর্মসূচি শেষ হওয়ার পরেও যানজট থেকে যায়।

সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম।

রাজনীতি