ডামি বিএনপি: ময়মনসিংহ বিএনপিতে উদ্বেগ

ডামি বিএনপি: ময়মনসিংহ বিএনপিতে উদ্বেগ

প্রধান বিরোধী দল বিএনপি ভেঙে ‘ডামি’ বিএনপি গড়ার খবরে উদ্বেগের ঘন মেঘ জমেছে ময়মনসিংহ বিএনপির নেতা-কর্মীদের মনে। তৈরি হয়েছে ক্ষোভও।

দলীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহে একটি মহল ‘তৃণমূল বিএনপি’ করার ষড়যন্ত্র করছে বলে সম্প্রতি অভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আরও ক’জন কেন্দ্রীয় নেতা। রাজধানীর গণ্ডি পেরিয়ে সে খবর এখন ময়মনসিংহের তৃণমূল নেতা-কর্মীদের মাঝেও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

তৃণমূলের অনেক নেতাই জেলার শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করে কিংবা মুঠোফোনে এ সংক্রান্ত তৎপরতার বিরুদ্ধে কী ধরণের ব্যবস্থা নেওয়া যায় কিংবা পরবর্তী করণীয় কী হবে এ নিয়ে পরামর্শ চাইছেন। পাশাপাশি এ প্রক্রিয়ায় জড়িতদের ‘মঈনুদ্দিন-ফখরুদ্দিনের প্রেতাত্মা’ বা ‘নব্য মীরজাফর’ আখ্যা দিয়ে তাদের প্রতিরোধ করার বিষয়েও টিপস নিচ্ছেন।

সূত্র জানায়, সেন্ট্রালের মতো জেলার বেশ কয়েকজন বিএনপি নেতাকেও তৃণমূলের কর্মীরা সন্দেহের চোখে দেখছেন। তাদের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিও দলের মাঠ পর্যায়ের কর্মীদের তীক্ষè দৃষ্টি রয়েছে। তবে এসব পর্যবেক্ষণ হচ্ছে অনেকটাই কৌশলে। নীরবে-নিভৃতে। ‘ডেডিকেটেড’ হিসেবে পরিচিত দলটির জেলা শাখার শীর্ষ সারির বেশ কয়েকজন নেতা এসব অপতৎপরতা ঠেকাতে গোপন প্রস্তুতিও নিতে শুরু করেছেন।

সম্ভাব্য কারা কারা ‘ডামি বিএনপি’তে যোগ দিতে পারেন তাদের নিয়ে চূলচেরা বিশ্লেষণ শেষে তারা দলটির কেন্দ্রীয় শীর্ষ নেতাদের কাছেও ‘গোপন বার্তা’ পাঠাচ্ছেন। তবে কেন্দ্র থেকে এখনো এ বিষয়ে করণীয় নিয়ে ‘সবুজ সংকেত’ না মেলায় জেলার শীর্ষ সারির কোন নেতা এদের নিয়ে মুখ খুলছেন না।

ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা বিএনপি‘র তৃণমূল ও মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের ভাষ্যমতে, এক-এগারোর সময়ে বিএনপি’র তৎকালীন মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার সংস্কার শিবিরে ময়মনসিংহ থেকে বেশ কয়েকজন দলীয় সংসদ সদস্য যোগ দিয়েছিলেন।

এর মধ্যে অনেকেই এখন ‘অন ফর্মে’ থাকলেও কারো কারো রাজনৈতিক ক্যারিয়ারের যবনিকাপাত ঘটেছে। সেই অংশটি এবারও দল ভাঙার সরকারি ষড়যন্ত্রে সম্পৃক্ত থেকে ‘তৃণমূল বিএনপি’ গড়ার স্বপ্ন দেখছে।

এসব বিষয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ বলেন, ‘সরকারের এ হীন তৎপরতার সঙ্গে যদি কেউ আঁতাত গড়েন তবে তার ঠাঁই দলে বা ময়মনসিংহে হবে না। খালেদা জিয়া-তারেক জিয়া ছাড়া কোন বিএনপি নয়। দলীয় নেতা-কর্মীরা এ বিষয়ে সজাগ রয়েছে।’

অতীত স্মরণ করিয়ে দিয়ে ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের এ নেতা বলেন, ‘অতীতে দলের সঙ্গে অনেকেই বেঈমানি করেছিলেন। কিন্তু এখন ময়মনসিংহে এ তৎপরতা হালে পানি পাবে না। ফুৎকারে তাদের উড়িয়ে দেওয়া হবে।’

ময়মনসিংহ-২-ফুলপুর-তারাকান্দা আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য শাহ শহীদ সারোয়ার বলেন, ‘মঈনুদ্দিন-ফখরুদ্দিনের ফর্মুলা প্রয়োগ করে বাকশালী আওয়ামী লীগ সরকার বিএনপি ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু লাভ নেই।’

‘ময়মনসিংহে এ অপতৎপরতা চালিয়ে কোন কাজ হবে না। ডামি বিএনপিতে কেউ গেলে তাদের কবর রচনা করা হবে’ যোগ করেন এ বিএনপি নেতা।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন তালুকদার বলেন, ‘তৃণমূল বিএনপি’ নামে প্ল্যাটফর্ম গড়ার স্বপ্ন সত্যিই দুস্বপ্ন। খালেদা জিয়ার বিপরীতে কেউ নেই। আমরা সবাই ম্যাডামের নেতৃত্বে ঐক্যবদ্ধ। যারা এ দু:স্বপ্নে বিভোর, প্রমাণ পেলে এদের অস্তিত্বই বিলীন করে দেওয়া হবে।’

রাজনীতি