ইউএনও ওয়াহিদাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর প্রয়োজন নেই, কেননা দেশেই চিকিৎসার ভালো ব্যবস্থা রয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার খোঁজ নিতে এলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘তাঁকে (ইউএনও ওয়াহিদা খানম) দেশের বাইরে পাঠানোর কোনো প্রয়োজন নেই। দেশের এই উন্নত বিশেষায়িত হাসপাতালে তাঁর ভালো চিকিৎসার ব্যবস্থা রয়েছে। ভবিষ্যতে যদি প্রয়োজন হয় তবে সে ব্যবস্থা নেওয়া হবে।’
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘ওয়াহিদার ডান দিকের অংশটা এখনো অবশ আছে। আশা করছি, চিকিৎসায় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমরা গর্বিত যে, নিউরোসায়েন্সেস অত্যন্ত সফলতার সঙ্গে অপারেশন ও চিকিৎসাটা করেছে।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার সার্বিক খোঁজখবর রাখছেন। হাসপাতালের পরিচালক প্রফেসর দীন মোহাম্মদ সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন।’
অপর এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। অপারেশন-পরবর্তী ৭২ ঘণ্টা আগামীকাল শেষ হবে। এখনো ইনফেকশন দেখা যায়নি। আশা করা যায়, পুরোপুরি তিনি ভালো হবেন, ইনফেক্টেড (সংক্রমিত) হবেন না।’