ওবামার স্বাস্থ্যসেবা বিলে সুপ্রিম কোর্টের সমর্থন

ওবামার স্বাস্থ্যসেবা বিলে সুপ্রিম কোর্টের সমর্থন

প্রেসিডেন্ট বারাক ওবামার বহু বিতর্কিত স্বাস্থ্যসেবা সংস্কার বিলকে সমর্থন জানিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দিনের প্রথমভাগে আদালত এ সংক্রান্ত চূড়ান্ত রায় প্রদান করেন। রায়ে ওবামা প্রস্তাবিত পুরো স্বাস্থ্যসেবা সংস্কার বিলটিই বহাল রাখার পক্ষে মত দিয়েছেন আদালত।

বিলটি আইনে পরিণত হলে এটি প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনকালের অন্যতম সাফল্য হিসেবে বিবেচিত হবে।

সুপ্রিমকোর্টের নয় জন বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চে ৫-৪ ভোটে বিলটির ব্যাপারে সমর্থন ব্যক্ত করেন আদালত। প্রধান বিচারক জন জি রবার্টস জুনিয়র এ বিলের পক্ষে ভোট দেওয়ায় বিলে সর্বোচ্চ আদালতের সর্মথনের বিষয়টি নিশ্চিত হয়।

উল্লেখ্য, ২০১০ সালে মার্চে দ্য প্যাশেন্ট প্রোটেকশন এবং অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট নামে বিলে স্বাক্ষর করেন ওবামা। যা পরে ওবামা কেয়ার নামে পরিচিত হয়ে উঠেছে।

তবে প্রেসিডেন্ট ওবামার প্রস্তাবিত এ স্বাস্থ্যসেবা সংস্কার বিলকে আইনি চ্যালেঞ্জ জানিয়ে আদালতে রিট করে ফ্লোরিডা ও আরো ১২টি অঙ্গরাজ্য।

কম আয়ের মানুষের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে বিলে সব আমেরিকানকে স্বাস্থ্যবীমা করার বাধ্যবাধকতা রাখা হয়েছে। এবং তা করতে ব্যর্থ হলে জরিমানা করার প্রস্তাব রাখা হয়েছে। ২০১০ সালে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষে বিলটি অনুমোদিত হয়।

প্রেসিডেন্ট ওবামার প্রতিদ্বন্দ্বী রক্ষণশীল রিপাবলিকানরা এ বিলের বিরোধিতা করে বলে, বিলটিতে উল্লেখিত বাধ্যবাধকতা আরোপ মার্কিন সংবিধান অনুযায়ী বেআইনি।

তবে বৃহস্পতিবারের রায়ে আদালত বলেছেন, বীমা করার বাধ্যবাধকতা এক ধরনের কর। সুতরাং এটা অসাংবিধানিক নয়।

এদিন রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি একে আমেরিকান জনগণের বিজয় বলে অভিহিত করেছেন।

মার্কিন রাজনীতিতে সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যবীমা বিলটি সবচেয়ে আলোচিত বিষয়। বিলটিকে ঘিরে মার্কিন রাজনৈতিক পক্ষগুলো  বর্তমানে সুস্পষ্টভাবে বিভক্ত। ধারণা করা হচ্ছে আগামী প্রেসিডেন্ট নির্বাচনেও এ বিলের ব্যাপক প্রভাব পড়বে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র পাঁচ মাস আগে ওবামার রিপাবলিকান দলীয় প্রতিদ্বন্দ্বী রমনি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন, সুপ্রিম র্কোট এ বিলটি বাতিল না করলে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে বিলটি বাতিলের উদ্যোগ নেবেন।

তবে এ রায়ের ফলে প্রেসিডেন্ট ওবামা তার দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পথে একধাপ এগিয়ে গেলেন বলে অনেকে মনে করছেন। কারণ এ বিলের বাস্তবায়ন হলে মধ্যবিত্ত এবং গরীব আমেরিকানদের ভোট ওবামার পক্ষেই যাবে তা অনেকটা নিশ্চিত।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ১৬ দশমিক ৩ শতাংশ বা প্রায় ৫ কোটি মানুষের স্বাস্থ্যবীমা নেই। এদের মধ্যে হিস্প্যানিক রয়েছে ৩০ শতাংশের উপরে, এশীয়রা রয়েছে ১৮ দশমিক ১, কৃষ্ণাঙ্গ রয়েছে ২০ দশমিক এবং শ্বেতাঙ্গ রয়েছে ১৫ দশমিক ৪ শতাংশ।

আন্তর্জাতিক