সিরিয়ার রাজধানী দামেস্কে এক হামাস নেতাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম জানায় রাজধানী দামেস্কে অবস্থিত নিজ বাড়িতে হত্যা করা হয় ওই হামাস সদস্যকে।
দামেস্কের শহরতলী কাদিসিয়া এলাকায় অবস্থিত নিজ বাড়ি থেকে বুধবার কামাল ঘানাজা নামের ওই হামাস সদস্যের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
হামাস আনুষ্ঠানিকভাবে এই হত্যাকাণ্ডের জন্য কাউকে দায়ী না করলেও তাদের একটি সূত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এই ঘটনার জন্য দায়ী।
তবে ইসরায়েল এই অভিযোগকে অস্বীকার করেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক বৃহস্পতিবার ইসরায়েলি সেনা রেডিওকে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, কামাল ঘানজালা তেমন পরিচিত কোনো ব্যক্তিত্ব ছিলেন না।
হামাসের একজন কর্মকর্তা বিবিসিকে জানান, ঘানাজা হামাসে নিজার আবু মুজাহিদ নামে পরিচিত ছিলেন। তিনি একসময় শীর্ষ হামাস নেতা মাহমুদ আল মাবহার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতেন। ২০১০ সালে দুবাইয়ে হত্যাকা-ের শিকার হন আল মাবহা। ধারণা করা হয় এই হত্যাকা-ের পেছনেও মোসাদের হাত রয়েছে।
ঘানাজার মৃত্যুর খবর বুধবার রাতে হামাসের রাজনৈতিক শাখার সদস্য ইজ্জাত আল রাশাক ফেসবুকে প্রথম প্রকাশ করেন। গাজায় অবস্থিত হামাস নেতৃত্ব এ ব্যাপারে দেওয়া বিবৃতিতে সরাসরি মোসাদকে দোষারোপ না করলেও এ ব্যাপারে তদন্ত করা হবে বলে অঙ্গীকার করেছে।
এদিকে সিরিয়ার সরকারবিরোধী পক্ষ এই মৃত্যুর জন্য সিরীয় সরকারকে দায়ী করে বলেছে তার নিরাপত্তার জন্য সিরীয় সরকার পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি।
হত্যার আগে ঘানাজার শরীরে নির্যাতন চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে হামাসের পক্ষ থেকে। বুধবার ঘানাজার মৃতদেহ প্রথম খুঁজে পাওয়া গেলেও তাকে একদিন আগেই হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।