নিউইয়র্ক থেকে প্রকাশিত বিশ্বের বিখ্যাত পত্রিকা নিউইয়র্ক টাইমস তাদের ইন্টারনেট সংস্করণে চীনা ভাষায় সংবাদ পরিবেশনার কাজ শুরু করেছে। বিশ্বের সবচেয়ে বড় ইন্টারনেট ভিত্তিক বিজ্ঞাপনের বাজার ধরতেই তাদের এই প্রচেষ্টা বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
এ প্রসঙ্গে পত্রিকার পক্ষ থেকে বলা হয়েছে চীনা ভাষায় নিউজ পোর্টাল চালুর উদ্দেশ্য চীনের ক্রমবর্ধনশীল মধ্যবিত্ত সমাজের ‘শিক্ষিত, সমৃদ্ধ এবং বৈশ্বিক নাগরিক’দের আকৃষ্ট করা।
চীনে ইন্টারনেট ভিত্তিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ওপর চীনা সরকারের অব্যাহত খবরদারির মধ্যেই নিউইর্য়ক টাইমসের এ উদ্যোগ ব্যাপক চ্যালেঞ্জের সম্মুখীন হবে বলে ধারণা করা হচ্ছে ।
তবে চীনা ভাষার সংস্করণেও পত্রিকার চিরাচরিত সাংবাদিকতার মান রক্ষা করা হবে বলে নিউইয়র্ক টাইমসের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ব্যাপারে নিউইয়র্ক টাইমস পত্রিকার বৈদেশিক সম্পাদক জোসেফ কান বলেন, ‘ আমরা চীনা সরকারের চাহিদা অনুযায়ী সংবাদ পরিবেশনার পরিকল্পনা করছি না , তাই অন্যান্য চীনা সংবাদমাধ্যমের মতো কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছি না আমরা।’
তবে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘চীন সরকার খুবই শক্তিশালী ফায়ার ওয়াল (ইন্টানেট নিয়ন্ত্রণ ব্যবস্থা) ব্যবহার করে থাকে। তাই সত্যিকার অর্র্থে আমাদের এর ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। তবে আমরা আশা করছি, চীনা কর্তৃপক্ষ আমাদের প্রচেষ্টাকে স্বাগত জানাবে।’
উল্লেখ্য, চীনে বর্তমানে প্রায় ৫০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে এবং ধারণা করা হচ্ছে এই সংখ্যা আগামী দিনগুলোতে উল্লেখযোগ্য হারে বাড়তে থাকবে। ফলে চীন বর্তমানে বিশ্বের ইন্টারনেট ভিত্তিক বিজ্ঞাপন প্রচারের একটি লোভনীয় বাজারে পরিণত হয়েছে।