সভাপতি নয়, আইসিসির সর্বেসর্বা হবেন চেয়ারম্যান

সভাপতি নয়, আইসিসির সর্বেসর্বা হবেন চেয়ারম্যান

আইসিসির বার্ষিক সম্মেলনে গঠনতন্ত্র সংশোধনের পক্ষে রায় দিয়েছেন সদস্যরা। বৃহস্পতিবার আয়োজিত সভায় সভাপতির মেয়াদ দুই বছর থেকে কমিয়ে এক বছর, সহ-সভাপতি পদ বিলুপ্ত ও চেয়ারম্যান নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা বাস্তবায়ন হবে ২০১৪ সাল থেকে।

১৯৯৬ সালের পর এনিয়ে চারবার সংস্থার সভাপতির ক্ষমতা সংক্রান্ত বিষয়ে গঠনতন্ত্রে সংশোধন আনা হয়েছে। আগের নিয়মে অ্যালান আইজ্যাক হবেন আইসিসির শেষ সভাপতি। যিনি দুই বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন। ২০১৪ সালে তার বিদায়ের পর কার্যকর হবে নতুন নীতিমালা।

গঠনতন্ত্র সংশোধনের কারণে সভাপতির পদটি হবে অলংকারিক। মূলত চেয়ারম্যান হবেন সর্বেসর্বা। তিনি দুই বছর দায়িত্বে থাকবেন। তাকে ঘিরে আবর্তিত হবে সবকিছু। সহ-সভাপতির পদ পুরোপুরি বিলুপ্ত হবে। আইজ্যাকের আমলে সহ-সভাপতির ভূমিকা কি হবে এ বিষয়ে সিদ্ধান্ত হবে অক্টোবরের আইসিসির নির্বাহী কমিটির সভায়।

সম্মেলনে গঠনতন্ত্র সংস্কার ছাড়াও অধিভুক্ত সদস্য সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সুবাদে অধিভুক্ত তালিকায় যোগ হয়েছে রাশিয়া ও হাঙ্গেরি। তাদের অন্তর্ভুক্ত করার মধ্যদিয়ে এ সংখ্যা দাঁড়িয়েছে ১০৬ এ। এছাড়া তালিকা থেকে বাদ পড়েছে সুইজারল্যান্ড।

খেলাধূলা