ভারতীয়দের হাতে এসএলপিএল

ভারতীয়দের হাতে এসএলপিএল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)‘র আদলে শুরু হতে যাচ্ছে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ (এসএলপিএল)। আশ্চযর্জনক হলেও সত্যি, স্থানীয়দের টপকে ফ্রেঞ্চাইজি সাতটি দল কিনে নিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা।

গত বছর ভারতীয় ক্রিকেটারদের এসএলপিএলে অংশগ্রহণ নিষিদ্ধ করে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। খেলোয়াড়দের আটকাতে পারলেও ব্যাবসায়ীদের রুখতে পারেনি তারা।

ফ্রেঞ্চাইজি দল কিনতে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে ওয়াধাভন হোল্ডিংস। তারা প্রায় পাঁচ মিলিয়ন ডলারে কিনেছে ওয়াম্বাকে।

কানদুরাতা কিনতে নাম্বার ওয়ান স্পোর্টস কনসাল্টিং  খরচ করেছে ৪.৯৮ মিলিয়ন মার্কিন ডলার। উভা ও রুহুনা সাকসেস স্পোর্টস ও পার্ল ওভারসিসের জন্য ব্যয় করে ৪.৬ মিলিয়ন ডলার। এছাড়া ৪.৩৩ মিলিয়নে বসনাহিরাকে কিনেছে ইন্ডিয়ান ক্রিকেট দুন্দি। ৩.৪ মিলিয়ন মার্কিন ডলারে উথুরার মালিক হয়েছে রুদ্র স্পোর্টস।

১০ আগস্ট থেকে মাঠে গড়াবে এসএলপিএলের প্রথম আসর। প্রতিযোগিতার পর্দা নামবে ৩১ আগস্ট। ম্যাচগুলো হবে কলোম্বো ও পাল্লেকেলেতে। ফ্রেঞ্চাইজি প্রতিটি দল ১৮জন করে খেলোয়াড় নিলামে নিতে পারবে। ছয়জন বিদেশি খেলোয়াড় দলে থাকলেও ক্লাবগুলো খেলাতে পারবে দুইজনকে।

খেলাধূলা