আঁখি আলমগীর ও এস ডি রুবেল ‘কেমন জুটি’?

আঁখি আলমগীর ও এস ডি রুবেল ‘কেমন জুটি’?

তারকা জুটিদের নিয়ে বৈশাখী টেলিভিশনের প্রানবন্ত আড্ডার অনুষ্ঠান ‘আমরা দুটি কেমন জুটি’। অনুষ্ঠানটি এরই মধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। অনুষ্ঠানটির আগামী পর্বে জুটি হয়ে আসছেন আমাদের গানের জগতের দুই জনপ্রিয় সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর ও এসডি রুবেল।

আমাদের শোবিজ, ক্রীড়া, ব্যবসা-বাণিজ্যসহ অন্যান্য পরিমণ্ডলে এমন অনেক জুটি আছেন, যারা দীর্ঘ সময় একসঙ্গে কাজ করে একে অপরের পরিপূরক হয়ে উঠেছেন। জুটি বেঁধে কাজ করে তারা সফল হওয়ার কারণে একজনের নাম বললে স্বাভাবিকভাবেই অন্যজনের নাম চলে আসে। এ ধরনের সফল জুটি নিয়ে বিশেষ সেলিব্রেটি আড্ডা ‘আমরা দুটি, কেমন জুটি’।

পলাশ মাহবুবের প্রযোজনায় ‘আমরা দুটি কেমন জুটি’র এবারের অতিথি গানেরর জগতের জনপ্রিয় জুটি আঁখি আলমগীর ও এস ডি রুবেল। অনুষ্ঠানে তারা নিজেদের জুটি সম্পর্কে বলেছেন নানা অজানা কথা। আড্ডায় তারা বলেছেন দুজন একসঙ্গে গাওয়া বিভিন্ন গানের কথা। উঠে এসেছে জুটি বেঁধে করা তাদের নানা গানের গল্প।

ফারহানা নিশোর উপস্থাপনায় ‘আমরা দুটি কেমন জুটি’ অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে প্রি শনিবার রাত ৮টা ৩৫ মিনিটে বৈশাখী টেলিভিশনে ।

বিনোদন