কেন্দ্র ঘোষিত ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির ২৮ নেতা পদত্যাগ করেছেন।
মঙ্গলবার দুপুরে স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের এ পদত্যাগের কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্র ঘোষিত যুবলীগের আহ্বায়ক কিমিটি বাতিলের আহ্বান জানিয়ে তারা স্থানীয়ভাবে ঘোষিত ১০১ সদস্যের কমিটির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।
এছাড়াও মঙ্গলবার জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন স্বাক্ষরিত কেন্দ্রীয় চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক বরাবর এ বিষয়ে পাঠানো এক আবেদনেও অনুরূপ কথা জানানো হয়েছে।
এর আগে গত ১৭ জুন কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক ও সম্পাদক মির্জা আজম এমপি স্বাক্ষরিত ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
এ কমিটি গঠনের আগে স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা না করে অগণতান্ত্রিক এবং একতরফাভাবে কমিটি করার অভিযোগে গত ১৯ জুন জেলা আওয়ামী লীগ কার্যালয়ে যুবলীগ নেতা জাকির হোসেনকে আহ্বায়ক করে ১০১ সদস্যের পাল্টা কমিটি ঘোষণা করা হয়।
এ ঘটনার জের ধরেই কেন্দ্র ঘোষিত আহ্বায়ক কমিটির যুবলীগ নেতা মো. ইকবাল হোসেন, রিফাত হাসান রুবেল, সাজ্জাদুল আলম মুন্নাসহ ২৮ নেতা ওই কমিটি থেকে পদত্যাগ করে স্থানীয়ভাবে ঘোষিত কমিটির সঙ্গে সংহতি প্রকাশ করেন।