চট্টগ্রামের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা।
বুধবার জাতীয় সংসদে ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে শুরুতেই তিনি এ শোক প্রকাশ করেন।
এসময় তিনি বলেন, ‘৯৪ জন মানুষ মারা গেছে। ৩-৪ দিন আগে থেকেই ওইসব জায়গায় মাইকিং করা হয়েছিলো। অনেকে সরে গিয়েছে, অনেকে যায়নি। যার ফলে এ দুর্ঘটনা।
তিনি বলেন, “সরকার সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। সেনাবাহিনীসহ স্থানীয় প্রশাসন কাজ করছে।”