ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আন্দোলন বা ভোটে জেতার ক্ষমতা নেই বলেই বিএনপি-জামায়াত তৃতীয় শক্তির মাধ্যমে ক্ষমতা আসার অপচেষ্টা চালাচ্ছে। তারা যড়যন্ত্র করে পেছনের দরোজা দিয়ে ক্ষমতায় আসতে চাচ্ছে।
বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জয় বাংলা মুক্তিযুদ্ধ পরিষদ আয়োজিত যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মায়া বলেন, ‘‘জামায়াত-শিবির হঠাৎ করে কেন নীরব হয়ে গেল, তা আমাদের চিন্তিত করছে।’’ ভবিষ্যতে তারা চোরাগোপ্তা হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশও করেন মায়া। এ ব্যাপারে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সজাগ থাকারও আহ্বান জানান তিনি।
বিএনপির-জামায়াতের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘এমন কোনো কাজ করবেন না, যাতে আপনাদেরও কাঠগড়ায় দাঁড়াতে হয়।’’
যারা গণতন্ত্রবিরোধী কাজ ও যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য চেষ্টা করছেন তাদেরও জায়গা বাংলাদেশে হবে না উল্লেখ করে তিনি বলেন, তাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে।
আগামী নির্বাচন এ সরকারের অধীনে হবে উল্লেখ করে মায়া বলেন, ‘‘যড়যন্ত্র না করে সংসদে এসে ফর্মুলা দিন।’’
শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
জয়বাংলা মুক্তিযুদ্ধ পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন তালুকদারের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ, সংগঠনের মহাসচিব মোফাজ্জেল হোসেন মন্টু প্রমুখ।