মাঠ প্রশাসনসহ প্রশাসনের ১৮ উপ-সচিবসহ ২২ কর্মকর্তাকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করে।
উপ-সচিব পর্যায়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর্শিদুল হক খানকে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরে উপ-পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
রেলওয়ের উপ-পরিচালক সুকেশ কুমার সরকারকে প্রধানমন্ত্রী কার্যালয়ের পিপিপি অফিসের ডেপুটি ম্যানেজার হিসেবে প্রেষণে নিয়োগ দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
মাঠ প্রশাসনে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক এহছান-ই-এলাহিকে চট্টগ্রাম রেলওয়ের চিফ এস্টেট অফিসার হিসেবে প্রেষণে নিয়োগের লক্ষ্যে তার চাকরি রেল মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাককে জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগের লক্ষ্যে সংসদ সচিবালয়ে তার চাকরি ন্যস্ত করা হয়েছে।
পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব-উল-আলমকে রংপুর অঞ্চলের গুচ্ছগ্রাম প্রকল্পের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ে তার চাকরি ন্যস্ত করা হয়েছে।
এদিকে, মাঠ প্রশাসনের আরো ১২ অতিরিক্ত জেলা প্রশাসককে স্থানীয় সরকার বিভাগে পদায়ন করা হয়েছে।
এদের মধ্যে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক খুরশীদ আলম, নরসিন্দীর আব্দুল্লাহ সাজ্জাদ, শরিয়তপুরের নিতাইচন্দ্র, চাঁদপুরের ফরিদুল ইসলাম মজুমদার, নোয়াখালীর আতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জের একেএম মাসুদুর রহমান, সাতক্ষীরার শেখ শামীম হাসান, চুয়াডাঙ্গার সাঈদ মাহবুব, মেহেরপুরের হোসেন আলী খন্দকার, ঝালকাঠির মোহাম্মদ হিরুজ্জামান, রংপুরের জাকির হোসেন ও ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শাহ আলমকে উপ-পরিচালক হিসেবে সংশ্লিষ্ট জেলার স্থানীয় সরকার বিভাগে নিয়োগের লক্ষ্যে ন্যস্ত করা হয়েছে।
এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক ফয়েজ আহমেদকে মাঠ প্রশাসন থেকে প্রত্যাহার করে ভূমি সংস্কার বোর্ডের সহকারী ভূমি কমিশনার পদে প্রেষণে নিয়োগের লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-পরিচালক সিনিয়র সহকারী সচিব কায়েসুজ্জামানকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব পদে প্রেষণে নিয়োগের লক্ষ্যে তার চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
অপরদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব সিনিয়র সহকারী সচিব ড. জিয়া উদ্দিনকে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বাণিজ্যিক অডিট অধিদফতরের নিরীক্ষা ও হিসাব রক্ষণ কর্মকর্তা একিউএম জাকির হোসেনকে প্রাইভেটাইজেশন কমিশনের সহকারী পরিচালক হিসেবে প্রেষণে নিয়েগের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল-বিসিসি’র সহকারী প্রোগামার হাসান-উজ-জামানকে ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রকের (সিএসএ) কার্যালয়ে প্রেষণে নিয়োগের জন্য তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।