বিএনপির মধ্যে মতানৈক্য রয়েছে: আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, জামায়াতের বোধোদয় হলে তারাও বিএনপির পাশে থাকবে না।

তিনি আরও বলেন, “বিএনপির মধ্যে অনেক মতানৈক্য রয়েছে। ওনার (খালেদা জিয়া) এক সময় আন্দোলন ছিলো, বাড়ি রক্ষায়। এখন উনি আছেন, ছেলেদের রক্ষায়।”

মঙ্গলবার জাতীয় সংসদে ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আমু বলেন, “জামায়াতের মধ্যেও বোধোদয় হবে। যখন তারা বুঝবে, এই কয়েকজন নেতার জন্য কেনো আমরা ধ্বংস হয়ে যাবো। তখন তারাও আপনাদের পাশে থাকবেন না। তারা নির্বাচন বানচাল করতে, যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে আন্দোলন করছেন।”

বর্তমান সরকারের সময়ে সকল নির্বাচন সুষ্ঠু হওয়ার কথা উল্লেখ করে আমু বলেন, “কেন তত্ত্বাবধায়ক সরকার। যে কোনো নির্বাচন নিয়ে যদি বিএনপি প্রশ্ন তুলতো- তাহলে প্রশ্ন থাকতো এই সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন হবে না।”

রাজনীতি