ভয়াবহ দাবানলের কবলে আক্রান্ত যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্য বাড়িঘর ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয়েছে ৩২ হাজার মানুষ। পরিস্থিতি ক্রমশ আরো খারাপের দিকে যাচ্ছে বলে আশঙ্কা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
কলরাডো স্প্রিংস ফায়ারের প্রধান রিচ ব্রাউন জানান, উত্তর-পূর্বদিকের কলরাডো স্প্রিংস এলাকায় যতদূর চোখ যায় ততদূর আগুনের কমলা রংয়ের আভা আর কালো ধোঁয়া দেখা যাচ্ছে। শহরে ছাই ছড়িয়ে পড়ছে আর বাতাসে ঝাঁঝালো গন্ধ ছড়াচ্ছে।
পরিস্থিতির ভয়বহতায় কলোরাডোর গভর্নর হিকেনলুপার মঙ্গলবার রাতেই দাবানল কবলিত শহরে আসেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কলোরাডোর ইতিহাসে এটিই ভয়াবহতম দাবানল।’
হেলিকপ্টারে করে শহরে আসার সময় নিচে দাবানলে জ্বলতে থাকা বাড়িঘর আর ধোয়ার কুণ্ডলি যেনো এক পরাবাস্তব দৃশ্য বলে বর্ণনা করেন গভর্নর।ৱ
স্থানীয় প্রশাসনের দেওয়া সর্বশেষ তথ্য মতে, প্রায় ৬ হাজার ২শ’ একর এলাকা দাবানলের গ্রাসে চলে গেছে। বাতাসের কারণে আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়ছে।
তবে ঠিক কী পরিমাণ বসতবাড়ি এবং ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি হয়েছে সে সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
এদিকে উটাহ অঙ্গরাজ্যেও প্রায় ৩৯ হাজার একর এলাকা দাবানলে পুড়ছে। নিরাপত্তার স্বার্থে ফেয়ারভিউ শহর থেকে ইতোমধ্যেই অধিবাসীদের সরিয়ে ফেলা হয়েছে। ১২ হাজারের বেশি মানুষ অন্যত্র চলে গেছে বলে জানা গেছে।