বিএসসি’র জন্য ২১টি জাহাজ কেনা হবে: নৌপরিবহনমন্ত্রী

বিএসসি’র জন্য ২১টি জাহাজ কেনা হবে: নৌপরিবহনমন্ত্রী

সরকারের রূপকল্প ২০২১’র সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য (বিএসসি) ২১টি জাহাজ কেনা এবং জাতীয় স্বার্থে এ প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করার নানা পরিকল্পনার কথা জানালেন নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান।

তিনি বলেছেন, ‘এ লক্ষে এরইমধ্যে চীন থেকে ৬টি নতুন জাহাজ কেনার জন্য ১ হাজার ৪শ’ কোটি টাকার একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। ৩শ’ কোটি টাকায় আরেকটি মাদার ট্যাংকার কেনার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় বিএসসি’র বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান নৌপরিহনমন্ত্রী শাহজাহান খান এ কথা বলেন।

বন্দর অডিটোরিয়ামে অনুষ্ঠিত এজিএমে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান হাওলাদার, ব্যবস্থাপনা পরিচালক কমোডর মুকসুদুল কাদের, নির্বাহী পরিচালক মো. গোলাম মাওলা, মোস্তফা কামাল উদ্দিন, মো. সাঈদ উল্লাহ প্রমুখ কর্মকর্তা ও শেয়ার হোল্ডাররা উপস্থিত ছিলেন।

ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘বিএসসির মতো একটি জাতীয় সংস্থায় ২০-২৫টি জাহাজ থাকা প্রয়োজন। কিন্তু বর্তমানে বিএসসির বহরে আছে মাত্র ১৩টি জাহাজ। এর মধ্যে ১০টি পণ্য পরিবহনের কাজে নিয়োজিত। বাকি তিনটি মেরামতকাজের জন্য চট্টগ্রামে রয়েছে। গত ২১ বছরে বিএসসি কোনো জাহাজ কেনেনি।’

নতুন জাহাজ যুক্ত হলে বিএসসির কাজে গতিশীলতা আসবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত অর্থবছরে বিএসসি ১ কোটি ৮৩ লাখ টাকা নিট মুনাফা করলেও এ বছর খুব বেশি মুনাফা করতে পারেনি।

অর্থ বাণিজ্য