আসন্ন পবিত্র রমজান মাসে বাজারে কোনো পণ্যের ঘাটতি হবে না বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মো. গোলাম হোসেন।
তিনি বলেছেন, রমজানকে সামনে রেখে সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ব্যবসায়ী মহলের কাছে যথেষ্ট খাদ্যপণ্য মজুদ রয়েছে। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতা চাওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে নগরীর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ী ও সুশীল সমাজের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান বাণিজ্য সচিব।
জেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বাণিজ্য সচিব গোলাম হোসেন বলেন, দেশে শিল্প মন্ত্রণালয় ২ লাখ টন এবং বাণিজ্য মন্ত্রণালয় ৩ লাখ টন লবন আমদানির অনুমোদন দিয়েছে। গত বৃহস্পতিবার পর্যন্ত ২ লাখ ৪০ হাজার টন লবন আমদানির এলসি খোলা হয়েছে।
আর চিনির প্রয়োজনের তুলনায় চিনি মজুদ রয়েছে জানিয়ে তিনি বলেন, দেশে ৫ লাখ টনেরও বেশি চিনি মজুদ রয়েছে। এর মধ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কাছে মজুদ রযেছে ৫৫ হাজার টন এবং বাকিটা সুগার করপোরেশন ও বেসরকারি খাতের এ মজুদ আছে। তাই রমজানে কোনো পণ্যের ঘাটতি কিংবা মূল্য বৃদ্ধির কোনো যৌক্তিক কারণ নেই।
ভোজ্য তেলেরও যথেষ্ট মজুদ রয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘‘আর্ন্তজাতিক বাজারে বিভিন্ন জিনিসপত্রের দাম কমেছে। বাংলাদেশেও তা বাড়ার কোনো কারণ নেই।’’
সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. সিরাজুল হক খানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক ফয়েজ আহমদ, চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল আলম, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’র সাধারণ সম্পাদক ছৈয়দ ছগীর আহমদ, ভোক্তা অধিকার সংগঠনের উপ পরিচালক মো. জুবায়ের আহমদ, ক্যাবের নেতা ইকবাল বাহার ছাবেরীসহ বিভিন্ন ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতারা।
ব্যবসায়ী নেতা বলেন, প্রতিবারের মতো এ রমজানে ব্যবসাকে আমানত হিসেবে নিয়ে সাধারণ মানুষের উপকার করতে হবে। তাই সকলকে এক হয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এছাড়াও সভায় ব্যবসার ক্ষেত্রে সরকারের বিভিন্ন নিয়মাবলী ব্যবসাবান্ধব করার দাবি জানান বক্তারা।
অন্যদিকে মসজিদসহ বিভিন্ন প্রচারণার মাধ্যমে ভোক্তাদের সচেতন করতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান সুশীল সমাজের প্রতিনিধিরা।