বয়সের তুলনায় দারুণ খেলছেন শচীন টেন্ডুলকারের তনয় অর্জুন টেন্ডুলকার। গত মাসে প্রথমবারের মতো শতক হাঁকানোর পর নির্বাচকদের নজর কাড়েন অর্জুন। অনূর্ধ্ব-১৪ দলে খুব শিগগিরই ডাক পেতে যাচ্ছেন ১২ বছরের ক্রিকেটার।
গত ২৬ মে খার জিমখানা এক ইনিংস ও ২১ রানের ব্যবধানে হারায় গোরগাঁওকে। খেলায় ১২৪ রান করেন অর্জুন। ১৪টি চার ও একটি ছয় দিয়ে নিজের ইনিংসটি সাজান অর্জুন। এর আগে জানুয়ারি মাসে পিসিএমসি বারোক ভেঙ্গসরকার সিএ’র বিপক্ষে ৩৯ বলে ৬৫ রান করেন বাঁহাতি ক্রিকেটার।
অনূর্ধ্ব-১৪ সম্ভাব্য দল: অর্জুন টেন্ডুলকার, আকাশ সাওলা, ধরুবা বেদাক, ভুপেন লালভানি, বরুন জয়জোদে, ঋদ্দেশ সাওয়ান্ত, সিদাক সিং, আমান শর্মা, আজিম শেখ, পার্থিব শ, শিবম, সারবেশ রাহাতে, অগ্নি চোপরা, মুকুন্দ সরকার, জয় মালবারি, আদিত্য ঝা, সমিত পাওয়ার, সাগর চাবরিয়া, মহেশ পাতিল ও জয়রাজ দেশমুখ।