এ বছর টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগের আয়োজক হবে দক্ষিণ আফ্রিকা। আগামী অক্টোবরে মাঠে গড়াবে প্রতিযোগিতা। টুর্নামেন্টের ম্যাচগুলো হবে কাপ টাউন, জোহানেসবার্গ, সেঞ্চুরিন ও ডারবান স্টেডিয়ামে।
প্রতিযোগিতার টেকনিক্যাল কমিটির সদস্য সুন্দর রহমান সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে লিখেছেন, ‘এ বছর চ্যাম্পিয়ন্স লিগের আয়োজক হবে দক্ষিণ আফ্রিকা। খুব শিগগির জানানো হবে বিস্তারিত তথ্য।’
অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, দিল্লি ডেয়ারডেভিলস, মুম্বাই ইন্ডিয়ান্স, নিউজিল্যান্ডের অকল্যান্ড এক্স, ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, অস্ট্রেলিয়ার সিডনি সিক্সারস, পার্থ স্কোর্চাস, দক্ষিণ আফ্রিকার টাইটানস, লায়ন্স এবং পাকিস্তানের শিয়ালকোট স্টালিয়ন্স।
এছাড়া শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ ও ইংল্যান্ডের ফ্রান্ডস লাইফ টি-টোয়েন্টি প্রতিযোগিতা শেষে নির্ধারিত হবে ওই দুই দেশের প্রতিনিধিত্ব করবে কোনো কোনো ক্লাব।