পুলিশি বাধার মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব আবুল কালাম আজাদের কাছে স্মারকলিপি দিয়েছেন সাংবাদিকরা।
সুপ্রিম কোর্টের সামনে সাংবাদিকদের পদযাত্রায় পুলিশ বাধা দেওয়ার পর তারা সেখানেই বসে পড়েন। এসময় সেখানে হাজির হন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।
তিনি সাংবাদিকদের দাবি সংবলিত স্মারকলিপি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। এরপর সাংবাদিক নেতারা আবুল কালাম আজাদের কাছে স্মারকলিপি তুলে দেন এবং সুপ্রিম কোর্টের সামনে সমাবেশ করেন।
প্রেস সচিব আবুল কালাম আজাদ সমাবেশে রক্তব্য রেখে বলেন, ‘প্রধানমন্ত্রী আপনাদের কাছে আমাকে পাঠিয়েছেন। তিনি নিজে সাংবাদিক বান্ধব। আপনাদের দাবি-দাওয়া তিনি বিবেচনায় রাখবেন।’
এ রিপোর্ট লেখা পর্যন্ত সোমবার বেলা ১টা ২৫ মিনিটে সাংবাদিক নেতারা বক্তব্য দিচ্ছিলেন।
পদযাত্রার শুরুতে সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘মাহফুজুর রহমানের অন্যায় কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে এবং সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু করেছি। কিন্তু প্রধানমন্ত্রীর প্রেস সচিব আমাদের কাছে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মরকলিপি পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা অগ্রসর হচ্ছি না।’