‘সাগর-রুনি নিয়ে সাংবাদিকদের মন্তব্যে মানুষ বিভ্রান্ত হচ্ছে’

‘সাগর-রুনি নিয়ে সাংবাদিকদের মন্তব্যে মানুষ বিভ্রান্ত হচ্ছে’

নিহত সাংবাদিক দম্পতি সাগর-রুনিকে নিয়ে সাংবাদিকদের বক্তব্য জনগণ ও তদন্তকারী দলের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি।

তিনি বলেন, ‘‘সাগর-রুনি নিয়ে সাংবাদিকরা বিভিন্ন সময়ে বিভিন্নমুখি বক্তব্য দিয়ে যাচ্ছেন। সাংবাদিকদের পক্ষ থেকে এমন মন্তব্যে মানুষ বিভ্রান্ত হচ্ছে।’’

মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

যুক্তরাজ্যে র‌্যাব ও প্রধানমন্ত্রীকে জড়িয়ে এটিএন বাংলার চেয়ারম্যানের দেওয়া বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘‘তার বক্তব্যে যদি কিছু পাওয়া যায়, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা এ বিষয়ে জানার পরে ব্যবস্থা নেবো।’’

সাংবাদিকদের ওপর হামলার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, এমন প্রশ্নের উত্তরে সাহারা বলেন, ‘‘সাংবাদিকদের ওপর কারা হামলা করেছেন? আপনাদের ওপর যদি কেউ হামলা করে থাকেন, তাহলে আপনারা মামলা করেন। আমরা অবশ্যই ব্যবস্থা নেবো।’’

বাংলাদেশ