ভাড়াটিয়াদের স্বার্থ রক্ষায় তিন দাবি আবুল মকসুদের

ভাড়াটিয়াদের স্বার্থ রক্ষায় তিন দাবি আবুল মকসুদের

ভাড়াটিয়াদের স্বার্থ রক্ষায় তিনটি দাবি জানিয়েছেন কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। বাড়িভাড়ার অকার‌্যকর আইনটির কঠোর প্রয়োগ, স্বল্প ও মধ্য আয়ের মানুষের জন্য ঢাকায় সরকারি উদ্যোগে আবাসনের ব্যবস্থা করা এবং প্রতিটি এলাকায় ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের সুবিধার্থে মোবাইল কোর্ট স্থাপনের দাবি জানান তিনি।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সিটিজেন রাইটস মুভমেন্ট আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনটির মহাসচিব তুষার রেহমান।

সংবাদ সম্মেলনে সিটিজেন রাইটস মুভমেন্টের পক্ষ থেকে ৪টি সুপারিশ করা হয়। বাড়িভাড়া চৃক্তিপত্র, ভাড়াটেবান্ধব বাড়িভাড়া আইন প্রণয়ন, বাড়িবাড়া চৃক্তির মেয়াদ নুন্যতম দুই বছর করা, যে কোনো কর্মজীবী মানুষের আয়ের ২৫ শতাংশ অর্থের বিনিময়ে বাড়িভাড়া নিশ্চিত করার জন্য সৃপারিশ করা হয়।

বাংলাদেশ