ঈশ্বরদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুুপুর সাড়ে ১২টার দিকে হার্ডিঞ্জ ব্রিজের কাছে পাকশী রেল স্টেশনের সামনের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়।
পাকশী পুলিশ ফাঁড়ির হাবিলদার বাবলু হোসেন জানান লোকমুখে খবর পেয়ে পুলিশ ওই লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায় ১০ থেকে ১২ বছর বয়েসী ওই শিশুটির পরনে সাদা স্কুল ড্রেস ও জিন্সের প্যান্ট ছিল।
তার গলায় ফাঁস লাগানোর ক্ষতচিহ্ন, হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।
এলাকাবাসী তারিক মাহমুদ সজিব জানান, পাকশী রেল স্টেশনের বিপরীত দিকের জঙ্গলের ঢালে লাশটি পড়ে থাকতে দেখে উৎসুক জনতা ভিড় জমান। পরে পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে।
এবিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানান, লাশটি রেলওয়ে এলাকার মধ্যে হওয়ায় নিয়ম অনুযায়ী এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র পাল এ বিষয়ে জানান, ঘটনাস্থল রেল এলাকার ১০ ফুটের বাইরে হলে মামলাটি ঈশ্বরদী বেঙ্গল থানায় দায়ের করা হবে।