ইরান থেকে অপরিশোধিত তেল আমদানি বন্ধের ঘোষণা দিল দক্ষিণ কোরিয়া। চলতি বছরের ১ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া সরকার।
ইরান থেকে তেল আমদানিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মাঝেই দক্ষিণ কোরিয়া নতুন করে এমন ঘোষণা দিল।
দক্ষিণ কোরিয়ার এই সিদ্ধান্তের ফলে ইরান তার তেলের সবচেয়ে বড় ক্রেতাকেই হারাতে বসলো। অথচ ইরানের রাজস্ব আয়ের বড় একটি অংশ আসে তাদের তেল রপ্তানির মাধ্যমে।
প্রসঙ্গত, ইরানের পরমাণু কার্যক্রম বন্ধে চাপ সৃষ্টি করতে তাদের আয়ের এই সর্বোচ্চ খাতকে বাধাগ্রস্ত করাকেই সর্বোত্তম উপায় হিসেবে বেছে নিয়েছে ইইউ এবং যুক্তরাষ্ট্র।
এ জন্য ইরান থেকে তেল আমদানির ব্যাপারে বীমা ব্যবস্থার উপর ইতিমধ্যেই নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ এবং যুক্তরাষ্ট্র। বলা বাহুল্য, এ ব্যবস্থা দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রেও সমানভাবেই প্রযোজ্য।
এ ব্যাপারে দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রনালয়ের এক মুখপাত্র বলেন, ‘ইরান থেকে তেল আমদানির ক্ষেত্রে সব ধরনের বীমা সহযোগিতা বন্ধ করে দেবে ইইউ। বীমা ব্যবস্থায় এ ধরণের নিষেধাজ্ঞার ফলেই আমরা ইরান থেকে আর তেল আমদানি করতে পারছি না।’