অভ্যন্তরীণ অর্থনৈতিক সঙ্কট কাটাতে এবারে ইউরোজোনের উদ্ধার তহবিল থেকে সাহায্য চাইল ইউরোপীয় ইউনিয়নভুক্ত সাইপ্রাস। এ নিয়ে ইউরোজোন থেকে সহায়তা প্রার্থী রাষ্ট্রের সংখ্যা পাঁচে দাঁড়াল।
সাইপ্রাস সরকারের মুখপাত্র স্টেফানোস স্টেফানো বলেন, ‘কী পরিমাণ অর্থ সহায়তা চাওয়া হবে সেটি এখনো নির্ধারিত হয়নি। তবে আসন্ন সভায় এ বিষয়ে আলোচনার মাধ্যমে আমরা সমঝোতায় পৌঁছাতে চেষ্টা করব।’
উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের ২৭ জন নেতা আলোচনায় বসতে যাচ্ছেন।
স্টেফানো জানান, ইউরোজোনের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে রাশিয়া ও চীনের মত বন্ধু রাষ্ট্রগুলোর কাছ থেকেও সাহায্য চাইবে সাইপ্রাস।
জানা যায়, অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য ৩০ জুনের মধ্যে সাইপ্রাস তার জিডিপির ১০ শতাংশ তথা ২ শ ২৬ কোটি মার্কিন ডলার ঋণ পাওয়ার চেষ্টা করে যাচ্ছে। দেশটির দ্বিতীয় শীর্ষ ঋণগ্রস্ত সাইপ্রাস পপুলার ব্যাংকের কার্যক্রম পুনরুদ্ধার করতে এ অর্থ জরুরী।
বিগত কয়েক সপ্তাহে বেসরকারি খাত থেকে ঋণ প্রাপ্তির সম্ভাবনা বাতিল হয়ে যাওয়া, বন্ড মার্কেট থেকে ঋণ প্রাপ্তির ক্ষেত্রে সুদের চড়া হার সব মিলিয়ে সাইপ্রাস সরকার এখন ইইউসহ অন্যান্য বন্ধু রাষ্ট্রের কাছ থেকে অর্থ সহায়তা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এদিকে সোমবার সাইপ্রাসের ব্যাংকগুলোর ঋণমান কমিয়েছে আন্তর্জাতিক মান নির্ধারণী সংস্থা ফিচ। সেই সাথে দ্বীপরাষ্ট্রটির ব্যাংকগুলোর পুনরুদ্ধারে প্রায় ৫ শ কোটি মার্কিন ডলার প্রয়োজন বলে ঘোষণা দেয় সংস্থাটি।
পাশাপাশি অর্থনৈতিক পশ্চাৎপদতা ও রেকর্ড পরিমাণ বেকারত্বের বৃদ্ধির জন্য গ্রিসের উপর সাইপ্রাসের নেতিবাচক ঋণ নির্ভরশীলতা ও গত বছর উত্তরোত্তর ঋণ গ্রহণকেই দায়ী করেছে সংস্থাটি।
প্রসঙ্গত, সম্প্রতি নিজেদের অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে ইউরোজোনের উদ্ধার তহবিল থেকে সহায়তা চেয়েছে ইইউর চতুর্থ বৃহত্তম অর্থনীতির অধিকারী রাষ্ট্র স্পেন। ইটালি এবং গ্রিসও সহায়তা প্রার্থীর এ কাতারে রয়েছে।