মেক্সিকোর প্রধান বিমানবন্দরে সন্ত্রাসীদের গুলিতে তিন পুলিশ কর্মকর্তার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
নিরাপত্তা মন্ত্রণালয় সূত্র জানায়, সন্দেহভাজন মাদক পাচারকারীদের আটকের জন্য বিমানবন্দরে পুলিশ মোতায়েন করা হয়। এ সময় পুলিশ সন্ত্রাসীদের ঘিরে ফেললে আত্মরক্ষার উদ্দেশ্যে গুলি চালায় তারা।
এ ঘটনায় পুলিশ সদস্যদের দু’জন ঘটনাস্থলে এবং মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে অপর একজনের মৃত্যু হয়। তবে বিমান যাত্রীরা তাদের নিজেদের আত্মরক্ষার জন্য মাটিতে শুয়ে পড়লে কোন বেসামরিক হতাহতের ঘটনা ঘটেনি।
কর্তৃপক্ষ জানায়, হামলার স্থানটি ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে। তবে সব ধরণের বিমান যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, বিমানবন্দরের দুই নম্বর টার্মিনাল হলের ফুডকোর্টে হামলার এই ঘটনাটি ঘটে।
প্রসঙ্গত, বিগত মাসগুলো জুড়েই মেক্সিকোতে মাদক চোলাচালান দলগুলোর মধ্যকার সহিংসতায় বহু মানুষের মৃত্যু হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই মেক্সিকোর বিভিন্ন স্থান থেকে নিহতদের খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ।