ডিএসই: সূচকে ঊর্ধ্বগতি

ডিএসই: সূচকে ঊর্ধ্বগতি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তৃতীয় দিন প্রথম ঘণ্টার লেনদেনে সূচক ওঠানামার পর দ্বিতীয় ঘণ্টায় বেড়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঊর্ধ্বমুখী সূচক নিয়ে লেনদেন শুরু হওয়ার পর প্রথম ঘণ্টায় ওঠানামা চলে। তবে দ্বিতীয় ঘণ্টা থেকে সূচক ওপরের দিকে উঠতে থাকে। বেলা সাড়ে ১২টায় সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৭৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৪৬ পয়েন্ট হয়।

দুই ঘণ্টায় হাতবদল হয় প্রায় ৬০ কোটি টাকার শেয়ার। এর মধ্যে দাম বেড়েছে ২২৫টি কোম্পানির শেয়ারের, কমেছে ১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টির দাম।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক কমে প্রায় ২১ পয়েন্ট। সপ্তাহের প্রথম দিন ঊর্ধ্বমুখী সূচক নিয়ে লেনদেন শুরু হলেও দিন শেষে সূচক কমে ১২ দশমিক ৩৫ পয়েন্ট।

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক ৬ দশমিক ৯৪ শতাংশ বা ৩২০ দশমিক ৫৫ পয়েন্ট কমে।

অর্থ বাণিজ্য