দেড় বছর পর আবারও টিভি নাটকের কাজে হাত দিয়েছেন নির্মাতা অনিমেষ আইচ। এবারে তিনি পরিচালনা করছেন ২৬টি পৃথক গল্প নিয়ে একটি ধারাবাহিক নাটক- ‘সম্পর্কের গল্প’। নাটকটি লিখেছেন মনোয়ার কবির, ইকবাল হোসাইন চৌধুরী ও অনিমেষ আইচ।
সম্প্রতি বিবর্ণ মোমবাতি, ডিভোর্স ও জ্বর সহ মোট চারটি গল্পের দৃশ্য ধারণ শেষ হয়েছে। অনিমেষের লেখা ‘বিবর্ণ মোমবাতি’তে অভিনয় করেছেন নাজমুল হুদা বাচ্চু, লায়লা হাসান, শতাব্দী ওয়াদুদ, স্বাগতা। ‘ডিভোর্স’ শিরোনামের আরেকটি নাটকে অভিনয় করেছেন সিমলা ও আলিফ। মনোয়ার কবিরের রচনায় ‘জ্বর’ নাটকে অভিনয় করেছেন ইরেশ যাকের ও তারিন। ইকবাল হোসাইন চৌধুরী রচিত গল্প থেকে নির্মিত নাম চূড়ান্ত না হওয়া একটি নাটকে অভিনয় করছেন মনোয়ার কবির, শহীদুজ্জামান সেলিম ও স্বাগতা।
নতুন ধারাবাহিক নাটক প্রসঙ্গে অনিমেষ বলেন, ‘কয়েক বছর আগে এরকমই ভাবনা নিয়ে ‘রাতের গল্প’ নামের একটি টিভি ধারাবাহিক নাটক তৈরি করেছিলাম। ওখানে শুধু রাতের নানা গল্প বলা হয়েছিলো। এবার ‘সম্পর্কের গল্প’ নির্মাণ করছি। মানুষের সম্পর্কের নানা রূপ দেখা যাবে এতে।’