তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, “বিএনপির বিভ্রান্তিকর কথা এখন জনগণ আর খায় না।”
রোববার জাতীয় সংসদে ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তথ্য মন্ত্রী বলেন, “বিএনপি পত্রিকার মাধ্যমে ও মিডিয়ায় টকশো করে অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। আপনাদের (বিএনপি) কথা এখন জনগণ আর খায় না।”
এর আগে আবুল কালাম আজাদ বলেন, “একসময় বিএনপি বলেছিলো আওয়ামী লীগ ৩০টিরও বেশি আসন পাবে না। আবার এখন বলছে ১০টির বেশি আসন পাবে না। এ ক্ষমতা তাদের কে দিয়েছে। সকল ক্ষমতা জনগণের।”
তিনি বিএনপিকে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানান।
তিনি বলেন, “যখন আমরা মুক্তিযুদ্ধ করেছি, তখন বিএনপির জন্ম হয়নি। ক্যান্টমেন্টের ভেতর থেকে মুক্তিযুদ্ধ দেখা যায় না। আমাদের অনেক অর্জন রয়েছে, ইতিহাস রয়েছে। কিন্তু বিএনপি ও তাদের সাঙ্গোপাঙ্গদের কী ইতিহাস আছে?”
এর আগে তথ্যমন্ত্রী বলেন, “বিরোধীদল এখন তত্ত্বাবধায়ক নিয়ে আন্দোলন করছে। কিন্তু খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি এ ব্যবস্থার বিরুদ্ধে কথা বলেছিলেন।”
এসময় তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে খালেদা জিয়ার বক্তব্যের পত্রিকার কাটিং সংসদে পড়ে শোনান। তিনি এসময় সাংবাদিকদের এসব তথ্যসূত্র বিভিন্ন রিপোর্টে উল্লেখ করার আহ্বান জানান।
তথ্যমন্ত্রী তার বক্তব্যে সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।